ফেনীর দাগনভূঁইঞায় আমিরগাঁও এলাকায় যাত্রীবাহী বাস শাহি পরিবহন খাদে পড়ে ৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় বাসটি নোয়াখালী থেকে চট্রগ্রাম যাওয়ার পথে রাত ৭টার দিকে ফেনীর দাগনভূঁইঞার আমিরাগাঁও নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিক্সাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ৪ জনের লাশ দাগনভূঁইঞা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও ৩ জনের লাশ ফেনী সদর হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের দাগনভূঁইঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দাগনভূঁইঞায় থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার