পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমার শেষকৃত্য অনুষ্ঠান সাংগঠনিকভাবে করতে বাধা এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে ২য় দিনের মতো সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। আজ ভোর থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে আজ সকাল সাড়ে ৮টায় ভাইবোন ছড়া থেকে আসার পথে পিকেটাররা ধর্মপুর এলাকায় একটি টমটমের চালকসহ ২ জনকে মারধর করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় দুই জন আহত হয়।
অন্যদিকে অবরোধ উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারী খাগড়াছড়ি সদরের স্লুইচ গেইট এলাকায় প্রতিপক্ষের গুলিতে খুন হন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা। গত শুক্রবার সাংগঠনিকভাবে শেষ শ্রদ্ধা জানাতে মিঠুনের লাশ স্বণির্ভর এলাকার অফিসে নিতে চাইলে প্রশাসন তাতে বাধা দেয়। এর প্রতিবাদে প্রথমে শনিবার ও পরে আজ রবিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৮/হিমেল