নরসিংদীর মেঘনা বাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। রবিবার ভোরে নরসিংদী ও নারায়নগঞ্জের আড়াইহাজার সিমান্তবর্ত্তী এলাকা মেঘনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বঙ্গাচরের পুরানচর এলাকার ইউপি সদস্য এমদাদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫), ঘোড়াশালের উত্তর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল (২৪) ও ঘোড়াশালের উত্তর গ্রামের অশোক দত্ত (২৫)। নিহতরা এস ডি স্যাটেলাইট কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছেন, নারায়নগঞ্জের গোপালদীতে এস ডি স্যাটেলাইটে কাজ শেষে রাতে ৩ জন মটর সাইকেলযোগে নরসিংদীর ঘোড়াশালে আসছিল। মটর সাইকেলটি নারায়নগঞ্জের আড়াইহাজার ও নরসিংদীর সিমান্তবর্ত্তী মেঘনা বাজার এলাকায় পৌছলে মোড় কাটার সময় প্রচন্ড কুয়াশার মধ্যে রাস্তার পাশে একটি দেয়ালে স্বজোড়ে ধাক্কা খায়। এতে মটোরসাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। মটোরসাইকেল আরোহীরা দেয়ালে ধাক্কা খেয়ে পাশ^বর্ত্তী কলাখেতে গিয়ে পড়ে। পরে সকালে গ্রামবাসী তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। নিহতদের লাশ বঙ্গাচর ফাঁড়ীতে রাখা হয়েছে।
মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস মিয়া জানিয়েছেন, মেঘনা বাজার এলাকার রাস্তা ভাঙ্গাচুড়া। বড় বড় গর্ত রয়েছে। ধারনা করা হচ্ছে রাতে কোন এক সময় নিহতরা মটর সাইকেল নিয়ে আসার সময় প্রচন্ড কুয়াশার কারনে রাস্তা দেখতে পায়নি। তাই গর্তে পড়ে মোটর সাইলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা পাশে দেয়ালে স্বজোড়ে ধাক্কা খায়। এতে তাদের মৃত্যু হতে পারে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর