কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়ন থেকে শনিবার দিনগত রাত আড়াইটার দিকে অস্ত্রসহ নবী আলম নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে পুলিশ সূত্রে জানা গেছে, নবী চিহ্নিত একজন ডাকাত ও অপহরণকারী দলের সক্রিয় সদস্য। রাতে ডাকাতির উদ্দেশ্যে ঈদগাঁও মেহেরঘোনা এলাকার একটি পাহাড়ে অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় বন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজসহ তাকে আটক করা হয়।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, নবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
ডাকাত নবী রামু উপজেলার রশিদনগর বাবুলের পাহাড়তলী এলাকার জিয়াউল হকের ছেলে।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ