ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের বেলাট-দৌলতপুর গ্রামের কালভার্টের নিচ থেকে মুন্না (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর মুন্না যশোর জেলার চৌগাছা উপজেলার জামরা গ্রামের খোকন ড্রাইভারের ছেলে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই নিরব হোসেন জানান, সকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট দৌলতপুর গ্রামের কালভার্টের নিচে এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৮/হিমেল