গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম সিদ্দিকুর রহমান মিয়া, বয়স ৮০ বছর। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা সদর থেকে রাতইল নিজ বাড়িতে যাওয়ার জন্য মহাসড়ক পার হতে গেলে ঢাকা থেকে গোপালগঞ্জগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত সিদ্দিকুরের বাড়ি উপজেলার রাতইল গ্রামে।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ