নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মামাতো বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ফুফাতো ভাই সুলতান আহমেদ মিন্টুকে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মনিরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বন্দেরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাকির হোসেব (২৭) ও একই গ্রামের সারোয়ারের ছেলে আলো মিয়া (২৫)।
এ ব্যাপারে মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই দুই আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি স্থানীয় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করায় তার ভাই সুলতান আহমেদ মিন্টু প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ফুফাতো ভাই মিন্টুকে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মিন্টু মারা যায়।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ