হবিগঞ্জ শহরের ঈদগাহ রোডের বাইপাস এলাকার সোমবার দুপুরে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুরা ঈদগাহ রোডের বাইপাস এলাকায় ব্যাডমিন্টন খেলছিল। এ সময় একটি ফ্লাওয়ার ওই এলাকার আব্দুর রউফ মিয়ার বাড়ির পেছনের পুকরে পড়ে যায়। শিশুরা ফ্লাওয়ারটি পানি থেকে আনার সময় মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে লোকজন সেখানে জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মুকিদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসআই আব্দুল মুকিদ জানান, মরদেহের গলায় একটি মালা ছিল। তা দেখে ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী একজন নারী। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ