'শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিকি বাঁচায় প্রাণ' স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় (সিএইচসিপি) কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
উপজেলার কমিউনিটি ক্লিনিকি এ কর্মরত সিএইচসিপিগণ সকল ক্লিনিক বন্ধ করে গত ২০-২২জানুয়ারি সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে স্থানীয় এমপিকে স্মারকলিপি প্রদান করা হয় বলে নিশ্চিত করেন ‘সিএইচসিপি এসাসিয়েশন’ এর বাগাতিপাড়া সভাপতি জামিল হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার