টাঙ্গাইলে ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এস.এম. নজরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামের আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।
সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক এস.এম সাইদুল হকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস.এম জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস.এম. শোয়েব হোসেন নোবেল। অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুল্লাহ খাসন, সিদ্দিক হোসেন, মনিরুজ্জামান প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম এস.এম নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক এস.এম নজরুল ইসলাম আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবের দায়িত্বরত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৮/ ই জাহান