হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বাগবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ৩ ডাকাত আটক হন।
এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১টি কাটার, ২টি রামদা ও ১টি দা উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, গুলিবিদ্ধ ৩ ডাকাত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা এখনও র্যাবের হেফাজতে রয়েছেন। তবে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন