নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দা থেকে মাদকসহ আটক ভারতীয় নাগরিক লিথন মারাককে (৩৩) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আটক লিথন মারাক ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা জেলার রংরা থানার আপারনিকুরা গ্রামের রুজু সাংমার ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, লিথন মারাক সীমান্ত অতিক্রম করে প্রায়ই বাংলাদেশে অনুপ্রবেশ করে মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকালে তাকে সীমান্তের পাঁচগাঁও এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে ১৮২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার অভিযোগ এনে এসআই মারুফুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম