নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলীসহ ৭ জুয়াড়িকে জুয়ার আসর থেকে গ্রেফতারের পর মঙ্গলবার কোর্টে সোপর্দ করা হয়েছে।
নেত্রকোনা ডিবি পুলিশের ওসি নাজমুল হাসান জানান, গোপন সংবাদের খবরে সোমবার রাতে কলমাকান্দা উপজেলার সিদলী কান্দাবাড়ি গ্রামের ঝুপের ভেতর অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় জুয়া খেলা অবস্থায় হায়দার আলী খানসহ (৪৬) ৭ জনকে গ্রেফতার করা হয়।
বাকি ৬ জন হলেন সুমন মিয়া (২৬), লিটন মিয়া (২৮), আয়নল হক (৩০), বিল্লাল মিয়া (২৮), ফরিদ মিয়া (২২), হারুন মিয়া (২৮)। প্রত্যেকেই কলমাকান্দা উপজেলার বাসিন্দা। পরে তাদেরকে কলমাকান্দা থানায় নিলে এসআই সাখাওয়াৎ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব