রাজস্ব খাতে চাকরি স্থানান্তর করার দাবিতে রাঙামাটিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কমিউনিটি হেলথ্ প্রোভাইডাররা (সিএইচসিপি)। মঙ্গলবার সকালে সকল কার্যক্রম বন্ধ রেখে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কমিউনিটি হেলথ্ প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে রাঙামাটি জেলার ১০টি উপজেলার দেড় শতাধিক কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার বিভিন্ন দাবি সম্বলিত ফেষ্টুন ও ব্যানার নিয়ে এই অবস্থান ধর্মঘটে অংশ নেয়।
ধর্মঘট চলাকালীন বক্তব্য রাখেন, কমিউনিটি হেলথ্ প্রোভাইডার (সিএইচসিপি) সাধারণ সম্পাদক মাসুদ ইসলাম, অর্থ সম্পাদক মুন্নি চাকমা, থোয়াইচিং মারমা ও জয়নাল আবেদিন।
বক্তারা বলেন, সরকার বার বার প্রতিশ্রুতি দিয়েও এখনো পর্যন্ত কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করেনি।
যার কারণে এক অনিশ্চিয়তায় মধ্যে পরে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই কার্যক্রম চালু রাখতে তারা সরকারের কাছে হেলর্থ প্রোভাইডারদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান।
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/হিমেল