ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে গৃহহীনদের মাঝে সরকারিভাবে ঘর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। মঙ্গলবার বিকেলে তালমা ইউনিয়নের আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত গৃহহীনদের জন্য ১৮৬টি ঘর ও ৩টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার গৃহহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছেন। যারা অসহায়, গরীব যাদের থাকার কোনো জায়গা নেই, যাদের কোনো জমি নেই তাদের জন্য শেখ হাসিনা থাকার জায়গা এবং ঘর তৈরি করে দিচ্ছেন। কেবলমাত্র শেখ হাসিনার সরকারই গরীবদের কষ্ট বুঝতে পারে। অন্য কোনো সরকার থাকলে দেশে কোনো উন্নয়ন হয় না, গরীবদের জন্যও কেউ কিছু করে না।
নগরকান্দা উপজেলা নির্বাহী মো. বদরুদ্দোজা শুভর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান, বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গৃহহীনদের জন্য এক কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ১৮৬টি ঘর ও তিনটি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম