অনৈতিক সুবিধা নিয়ে বালাম বহির পাতা ছিড়ে ফেলার অপরাধে পটুয়াখালী সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিস ও তল্লাশিকারককে গ্রেফতার করেছে দুদক।
মঙ্গলবার বিকেলে পটুয়াখালী সাব-রেজিস্ট্রি অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুদক পটুয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস বাদী হয়ে দু’জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৬২/১৮। তারিখ ২৩.০১.১৮ ইং। আসামিরা হলেন নকল নবিস মো. জাহাঙ্গির আলম ও তল্লাশিকারক আবুল কাসেম।
দুদক পটুয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গির আলম জানান, সুবিধাভোগী আলী আহমেদ মুন্সি’র কাছ থেকে টাকা নিয়ে বালাম বহির দুটি পাতা ছিড়ে ফেলে দেয় আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগীদের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫/২ ধারা মোতাবেক আসামিদের বিরুদ্ধে ৪২০/২১৮/৪৭৭/১০৯ ধারায় মামলা দায়ের করা হয়।
পটুয়াখালী সদর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান দুদক কর্তৃক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব