বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় বাসের ধাক্কায় রাসেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন একজন। তবে তার নাম জানা যায়নি।
রাসেল রূপসা উপজেলার নৈহাটি গ্রামের শাহজাহানের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল হক জানান, সকালে ইট বোঝাই একটি ট্রলি সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠছিল। এ সময় খুলনা থেকে আসা একটি বাস ট্রলিটিকে ধাক্কা দেয়। এসময় ট্রলিতে থাকা রাসেল ঘটনাস্থলেই নিহত হয় ও অপর একজন আহত হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/হিমেল