মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী সালমা বেগম (৩১) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মহরম আকীর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন জানান, দুপুরে তিলকপুর এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। একই দুর্ঘটনায় গুরুতর আহতবস্থায় তার স্ত্রী সালমা বেগমকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকসহ চালক আকল মিয়াকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম