নাটোরের বড়াইগ্রামে শুরু হতে যাচ্ছে ১২তম মহিলা ইজতেমা। শনিবার সকালে আমবয়ানের মধ্য দিয়ে মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে তিন দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু হবে। মহিলাদের জন্য আলাদা ইজতেমা করার চিন্তা থেকে ২০০৭ সাল থেকে স্থানীয় সমাজসেবক শের আলী নিজ উদ্যোগে এই ইজতেমার আয়োজন করে আসছেন।
মহিলা ইজতেমায় সাতক্ষীরা, বগুড়া, পাবনা, যশোরসহ স্থানীয় বক্তারা কুরআন ও হাদিসের আলোকে নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। ইজতেমায় জেলা ও জেলার বাইরে থেকে আগত মহিলাদের থাকা, খাওয়া ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা মাঠ প্রস্তুত করতে নিরলস কাজ করছে স্বেচ্ছাসেবীরা। আগামী ২৯ জানুয়ারি আসর নামাজের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল