গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবক মাহাবুর মোল্লাকে (৩০) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহাবুব একই গ্রামের এস্কেন মোল্লার ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই গ্রামে আফসার মোল্লার সাথে আবুল খায়েরের মধ্যে শত্রুতা শুরু হয়। শুক্রবার আবুল খায়েরের লোকজনের সাথে এস্কেন মোল্লার ছেলে মাহাবুরের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে রাতে আবুল খায়েরের লোকজন মাহাবুরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুরকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/আরাফাত