মাগুরা শহরতলীর নতুন বাজার এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটাকে রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি খুন নাকি আত্মহত্যা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মৃত্য ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/হিমেল