মুন্সীগঞ্জের শ্রীনগর উপজলার ঢাকা-মাওয়া মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় শফিক (৫০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় সামান্য আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।
শফিক শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া গ্রামের বাসিন্দা।
শ্রীনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আমিনুল জানান, উপজেলার ছনবাড়ি এলাকায় চালক শফিক অটোরিকশা নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটারিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক শফিকের মৃত্যু হয়। তবে অটোরিকশার দুই যাত্রী সামান্য আহত হন। হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/হিমেল