দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাকরির বয়স ৩৫ করার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে সাধারণ ছাত্র পরিষদ। শনিবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা সরকারি কলেজ চত্তরে ‘৩৫-ই হোক চাকরিতে আবেদনের বয়স’ এই স্লোগানে তারা মানববন্ধন করেন।
এসময় সরকারি চাকরিতে আবেদনের সুযোগ চেয়ে বক্তব্য রাখেন, সাধারণ ছাত্র পরিষদ জেলা কমিটির সভাপতি আজিজুল ইসলাম ও সম্পাদক মোজাম্মেল হক। মানববন্ধনে সাধারণ ছাত্র পরিষদের সাথে একাত্মতা পোষণ করে অন্যান্য শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/হিমেল