নেত্রকোনায় ক্রিকেট খেলা নিয়ে জুয়ার আসর থেকে আটককৃত ১৮ জনকে কোর্টে সোপর্দ করেছে পুলিশ। জেলার বারহাট্টা উপজেলা থেকে শুক্রবার বিকালে আটকের পর আজ দুপুরে জুয়া আইনে নেত্রকোনা ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে সোপর্দ করা হয়।
নেত্রকোনা গোয়ন্দা পুলিশের (ডিবি) ওসি নাজমুল হাসান জানান, শুক্রবার টিভিতে টি-২০ খেলা দেখা নিয়ে বারহাট্টা উপজেলার আসমা কাঁচাবাজার ব্রিজের পশ্চিম পাশে জুয়ার আসর বসে। এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে হাতে নাতে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার পর শনিবার আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল