নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর-ঢাকা মহাসড়কের ধলাগাছ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৈয়দুপর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজার গ্রামের কালু মাহমুদের ছেলে আসাদুল ইসলাম (৪২), একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩২) ও বোতলাগাড়ী ইউয়িনের খোর্দ বোতলাগাড়ী গ্রামের মৃত. ছমির মামুদের ছেলে জিকরুল হোসেন (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাটি ভর্তি ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদুল ও সালাম নিহত হন। এছাড়া গুরুতর আহত জিকরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত