কুমিল্লার বরুড়া উপজেলায় চলন্ত বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আহত হোটেল বাবুর্চি দুলাল মিয়া (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার রাত ১১টার দিকে কুমেক হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত দুলাল মিয়া কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা। তিনি নগরীর নজরুল এভিনিউ রোডের উৎসব হোটেলের বাবুর্চি ছিলেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাহ উদ্দিন জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসি। এসে মারামারির ঘটনা দেখতে পাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন