বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনায় সাব্বির (৩২) নামে এক কার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার সকালে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার আতিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার সেতুর ১১নং পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ৫ জন আহত হয়। গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তির পর সকাল ১১টার দিকে চালক সাব্বির মারা যায়।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ