'যৌন নিপিড়ক' আবু সামাদ মিঠু এবং নাসিমকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে যৌন হয়রানী নির্মূলকরণ নেটওর্য়াক দিনাজপুর কমিটি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে যৌন হয়রানী নির্মূলকরণ নেটওর্য়াক দিনাজপুর কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যৌন নির্যাতন মামলায় অভিযুক্ত আবু সামাদ মিঠুর বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ আদালতে চার্জসিট দাখিল করেছে অথচ সে প্রতাপের সাথে খেলার মাঠে এখনো জড়িত রয়েছে। মিঠুকে বিসিবি কর্তৃক সাময়িকভাবে বহিষ্কার করা হলেও বর্তমানে পূর্বের মতো সকল কাজে যুক্ত রয়েছে। এতে করে দিনাজপুরের মানুষ চরমভাবে হতাশ।
কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করে যৌন নিপিড়নের দায়ে দোষী আবু সামাদ মিঠুকে গ্রেফতারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান।
এছাড়াও তারা চেহেলগাজী স্কুল এন্ড কলেজের বখাটে ছাত্র ও যৌন নিপিড়ন মামলার আসামি নাসিমের কঠোর সাজাও প্রত্যাশা করেন।
এসময় সংবাদ সম্মেলনে ছিলেন যৌন নিপিড়ন নির্মূলকরণ নেটওয়ার্ক দিনাজপুর কমিটির সদস্য ও জেলা পরিষদ সদস্য ফয়সাল হাবিব সুমন, সাইফুদ্দীন আখতার, সোনিয়া এবং জিনাত আরা রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল