দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (সঙ্গিত) নাহিদুল ইসলাম (নাহিদ) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যার পর দিনাজপুর শহরের স্থানীয় একটি ইয়াম্মি চাইনিজের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন তিনি। এরপর তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
শিক্ষক নাহিদুল ইসলাম নাহিদ (৩৩) দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ডাঃ নুরুল ইসলাম ও নাজমুল এর ছোট ভাই।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি রেদোয়ানুর রহিম জানান, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (সঙ্গিত) নাহিদুল ইসলাম (নাহিদ) এর মৃত্যুর পর তার সুরতহালসহ পোষ্ট মর্টেম করা হয়েছে। রিপোর্ট আসার পরই বলা যাবে মৃত্যুর কারণ। তবে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় এখন পর্যন্ত করেনি।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল