বগুড়া থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকার বাস মালিক ও শ্রমিকদের সাথে বগুড়ার মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে সোমবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম অভিযোগ করেন, বগুড়ার মালিকদের পরিচালিত শাহ ফতেহ আলী পরিবহনের কয়েকটি এসি বাস ঢাকার মহাখালিতে মালিক ও শ্রমিকরা চলাচলে বাধা দেয়। এর প্রতিবাদে বগুড়ার মালিকরা একতা পরিবহন ও এনা পরিবহনের কয়েকটি বাস চলাচলে বাধা দেয়। এ বিরোধের কারণে সোমবার রাত থেকে ঢাকা-বগুড়া রুটে এসি ও নন এসি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল থেকে বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে।
অগ্রিম টিকেট করে যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য বাসষ্ট্যান্ডে এসে গাড়ী চলাচল না তারা ফেরত যেতে বাধ্য হয়েছে। হঠাৎ করে ঢাকা-বগুড়া গাড়ী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী বিপদে পড়েছেন। ঢাকায় একটি বেসরকারী সংস্থায় চাকরি করেন আজাদ হোসেন একদিনের ছুটিতে এসেছিলেন। কিন্তু গাড়ি বন্ধ থাকায় তিনি ঢাকায় যেতে পারেননি। তবে তিনি বিকল্প পথে যাওয়া যায় কি না চেষ্টা করছেন।
অপর যাত্রী ফাতেমা তিনি গার্মেন্টসে চাকরি করেন, ঢাকায় যেতে না পারলে তার চাকরি থাকবে না বলে তিনি জানান। এভাবে অনেক যাত্রী বগুড়া থেকে ঢাকায় যেতে পারেনি। আবার কেউ কেউ সিরাজগঞ্জ রোড পর্যন্ত গিয়ে ট্রেনে অথবা বাসে ঢাকায় ফিরছেন। আজ সন্ধ্যায় বগুড়ায় রাজশাহী বিভাগীয় মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক রয়েছে। ঢাকা-বগুড়ার বিরোধ মিমাংসা না হলে বৃহত্তর রাজশাহী বিভাগে বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে মোটর মালিক ও শ্রমিকরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার