ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টি ভাতকুড়া এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার টি ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলো বাসাইল উপজেলার বাথুলী সাদী গ্রামের হিমেল খান (১৮), ইমন (১৮) ও জয়া (৮) এবং আশুলিয়া এলাকার রাসেল (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার বটতলা এলাকা হতে সিএনজি চালিত অটোরিকশা যোগে হতাহতরা টাঙ্গাইল যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টি ভাতকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় স্থানীয়রা আহত ৫ অটোরিকশার যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব