টেকনাফর হোয়াইক্যংয়ে প্রেম করে বিয়ের পরও নববধুর কপালে সুখ সইলনা। অবশেষে শ্বশুড় বাড়ির লোকজনের হাতেই প্রাণ হারাতে হল তাকে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং খারাইগ্যাঘোনার গৃহবধূ তসলিমা আক্তারের (১৮) লাশ উদ্ধার করা হয়। এদিকে গৃহবধূর পিতার মামলার প্রেক্ষিতে পুলিশ স্বামীকে আটক করলেও সন্দেহভাজন শাশুড়ি পলাতক রয়েছে।
জানা যায়, আজ ভোর ৫টারদিকে উপজেলার হোয়াইক্যং খারাইগ্যাঘোনার আলী আকবরের পুত্র নুরুল বশর প্রকাশ ভুইয়ার (২৫) স্ত্রী হ্নীলা জাদিমোরাস্থ নয়াপাড়ার জালাল আহমদের মেয়ে তসলিমা আক্তার (১৮) এর মৃতদেহ পাওয়া যায়। তাকে গোপনে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উখিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ স্বামীকে আটকে রাখে। এরপর পোস্ট মর্টেম শেষে লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
এই ঘটনায় নিহত তসলিমার পিতা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় (মামলা নং-৪৩/২৬-০২-২০১৮ইং) একটি হত্যা মামলা দায়ের করলে দুপুরে থানার এসআই মহির উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক স্বামী বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় সন্দেহ আরো বাড়ছে।
এবিষয়ে নিহত তসলিমার মামা কালা মিয়া ওরফে কালা ভাই বলেন, তারা উভয়ে আমার আত্মীয়। মেয়ে বেড়াতে আসার সুযোগে তাদের মধ্যে সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। কিন্তু ছেলের পিতা মেয়ে না নিয়ে এই ন্যাক্কারজনক ঘটনার আশ্রয় নিয়েছে বলে মনে করছি।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, আটক স্বামীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল