ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় আমুয়াকান্দা বাজারের ইজারাকে কেন্দ্র করে পৌরসভার মেয়র আমিনুল ইসলামকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় বাংলাদেশ প্রতিদিনের অনলাইন সংস্করণে রিপোর্ট হবার পর অবরুদ্ধ থেকে মুক্ত হন মেয়র আমিনুল। রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। এরপরই দরপত্র বাক্সটি খোলা হয় এবং সর্বোচ্চ দরদাতা শরীফুল ইসলাম ১ কোটি ১ টাকার বিনিময়ে টেন্ডারটি পান।
অভিযোগ রয়েছে, স্থানীয় সাংসদ শরীফ আহমেদের লোকজন তাকে অবরুদ্ধ করে রাখে।
পৌরসভা সূত্রে জানা যায়, গত ৮ তারিখে স্থানীয় আমুয়াকান্দা বাজারের হাটবাজার ইজারার দরপত্র আহ্বান করা হয়। মঙ্গলবার বেলা ৩ টায় ওই দরপত্রের টেন্ডার বাক্স খোলার কথা ছিল।
সূত্র জানায়, এই সময়ের মধ্যে এমরান হাসান পল্লব, শরীফুল ইসলাম ও আনোয়ার হোসেন ড্রপ করেন। এদের মধ্যে আনোয়ার হোসেন স্থানীয় এমপি শরীফ আহমেদের লোক বলে জানা গেছে।
দরপত্রে সূত্রে জানা যায়, চলতি মাসের ৮ তারিখে ৭৫ লক্ষ ৪৫ হাজার ৩শ' ৭৪ টাকার দরপত্র আহ্বান করে পৌরসভা কার্যালয়। মঙ্গলবার ময়নসিংহ জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা পরিষদের কার্যালয় এবং পৌরসভা কার্যালয়ে এ দরপত্র ড্রপ করা শেষ দিন ছিল। এর মধ্যে উপজেলা পরিষদের কার্যালয়ে দুইটি ও পৌরসভা কার্যালয়ে একটি জমা পরে।
এ বিষয়ে সাংসদ শরীফ আহমেদের মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ধরেননি। এমনকি ক্ষুদে বার্তা দিলেও তিনি সাড়া দেননি।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল