দিনাজপুরের বিরলে রুপলী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিরল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে দিনাজপুরের বিরলে রুপলী বাংলা জুট মিলের ভিতরে আগুনের প্রথম সূত্রপাত ঘটে। এসময় কিছুক্ষণের মধ্যে মিলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে দিনাজপুর-বোচাগঞ্চের ৪টি এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ১টি দমকল বাহিনীর মোট ৫টি দল এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
মিলে কর্মরত শ্রমিক আরিফ ও নাজমূল হক জানান, অনেকক্ষণ পর দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। আমরা আগুন লাগার সাথে সাথে সংবাদ দিয়েছিলাম। কিন্তু প্রায় ১ ঘণ্টা পর দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনীর দল ঘটনা স্থলে আসে।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র পরিচালক হানিফ খান জানান, আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট কাজ করছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হতে পারে।
রুপলী বাংলা জুট মিলের জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান (জি.এম) জানান, বিকাল ৪ টার দিকে মূল মিলের ভিতরে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ৭ জন শ্রমিক মিলের ভিতরে কাজ করছিল। আগুনের লেলিহান শিখা মুহূর্তে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে আমরা পিছন দিকের ৪ টি দরজা ভেঙ্গে দিয়ে শ্রমিকদের মিলের ভিতর থেকে বের করে নিয়ে আসি। তারপরেও আগুনে কারোও প্রাণহানী ঘটেছে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
মিলের সত্বাধীকারী এম. আব্দুল লতিফ জানান, আগুনে পুড়ে তার ১শ’ কোটি টাকার উপর ক্ষতির সম্ভাবনা। ক্ষতির পরিমান বাড়তে পারে। রাতে
এরিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল