জয়পুরহাট সদর উপজেলা থেকে প্রায় দেড় লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব, অর্গানাইজড ক্রাইম, সিআইডির সদস্যরা। মঙ্গলবার মধ্য রাতে উপজেলার পুরানাপৈল তিনমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম তার্কিক হাসান (২৬)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেব গ্রামের তোরাব আলীর ছেলে।
অর্গানাইজড ক্রাইম ও সিআইডি ঢাকার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম খান জানান, তার্কিক একটি মানি লন্ডারিং মামলার প্রধান আসামি। গোপন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরানাপৈল তিনমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শহরের মৌসুমী মার্কেটের দ্বিতীয়তলা থেকে এক লাখ আটচল্লিশ হাজার চারশ পঞ্চাশ টাকা, বিভিন্ন কোম্পানির মোবাইল সিম কার্ড ৮৬টি, চারটি মোবাইল সেট ও ছয়টি ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল