বাগেরহাটের মোরেলগঞ্জে আগ্নিকান্ডে পোল্ট্রি ফার্মের সাড়ে ৩শ’ মুরগিসহ ৮লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এতিমখানা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে রুহুল আমীন খানের ফার্ম ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত রুহুল আমীন জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১০টায় দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। হঠাৎ রাত ৪ টায় খবর পান তার দোকানঘর ও পোল্ট্রিফার্ম পুড়ে গেছে। স্থানীয় লোকজন প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে নগদ ২৩ হাজার টাকা, সাড়ে ৩শ’ মুরগি, চাল, ডালসহ কমপক্ষে ৮লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন