হাতিয়ায় একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আজাদ বাহিনীকে আজ উপজেলা পরিষদের সামনের প্রধান সড়ক থেকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত আজাদ বাহিনীর প্রধান আজাদ ৪টি হত্যা মামলাসহ ২২টি মামলার আসামি। শীর্ষ সন্ত্রাসী আজাদ ডাকাত কেহাতিয়া উপজেলা সদর ওছখালী থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আজাদ ডাকাত হাতিয়া উপজেলা সোনা দিয়া ইউনিয়নের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত. আজহার আহম্মদের ছেলে। সে হাতিয়াতে চুরি, ডাকাতি, চাঁদাবাজী, অস্ত্র, হত্যা, খুন, নারী নির্যাতনসহ সন্ত্রাসী রাহাজানি তান্ডব করে আসছে। সে সোনাদিয়া ইউনিয়নের যুবলীগ নেতা রিয়াজ হত্যা, চর ঈশ্বর ইউনিয়নের যুবলীগ নেতা মুরাদ হত্যা, চর কিং ইউনিয়নের কেন্দ্রীয় যুবলীগ নেতা প্রফেসর আশ্রাফ হত্যা ও স্থানীয় যুবলীগ কর্মী নুরু আলম হত্যা মামলাসহ অসংখ্য মামলার আসামি।
এব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, আজ আজাদ নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ১৫ মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার