ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে হাজার কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। বুধবার বিকেল ৩টায় শহরের শেখ জামাল স্টেডিয়ামে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ এক সঙ্গে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গেয়েছেন। জাতীয় সঙ্গীত শুরুর আগে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া তার বক্তৃতায় বলেন, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া দেশ প্রেমের অংশ। আগামী প্রজন্ম প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর হবে আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেকে সেইভাবে নিজেদের প্রস্তুত করো যাতে একজন আদর্শবান ব্যক্তি হিসেবে সমাজের গৌরবময় ভূমিকা রাখতে পার।
পরে তিনি জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন। পরে মঞ্চে ও মাঠে দাঁড়িয়ে হাজারও কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক প্রমুখ।
এদিকে সকালে জেলা শিশু একাডেমিতে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে প্রথম হয়েছে ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচচ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে প্রথম হয়েছে জেলার বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীকালে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন