শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার লাকাচুয়া গ্রাম থেকে শহীদ খান (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ ওই ব্যক্তির বাড়ির কাছের একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। সে স্থানীয় বাংলাবাজারের কাঠের ফার্নিচারের ব্যবসায়ী।
গোসাইরহাট থানা সূত্র জানায়, শহীদ খান গোসাইরহাট উপজেলার লাকাচুয়া গ্রামের মৃত মকদুম খানের ছেলে। সে বাড়ির পাশের বাংলাবাজারের কাঠের ফার্নিচার প্রস্তুতের একটি দোকান চালান। তিনি মঙ্গলবার রাতের খাবার খেয়ে রাত নয়টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর তার পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না।
আজ বাড়ির পাশের একটি ফসলি জমির মাঠের মাঝের পুকুর পাড়ে একটি দেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় গ্রামবাসী। খবর পেয়ে ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। ওই দেহটি শহীদ খানের বলে তারা সনাক্ত করেন।
পুলিশ বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। শহীদ খানের স্ত্রী আকলিমা বেগম বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। এরপর আর তাকে কোথায় পাচ্ছিলাম না। একধিকবার ফোন করেছি,কিন্তু ফোনটিও কেউ ধরেনি। আমার স্বামীকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ওই ব্যবসায়ী মাদকাসক্ত ছিলেন। কারা তাকে হত্যা করতে পারে সে ব্যাপারে তার পরিবার থেকে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগটি পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার