কুমিল্লার হোমনায় নসিমনের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দুলালপুর কালমিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র উপজেলার ঘনিয়ারচর গ্রামের মো. আমির হোসেন মেম্বারের ছেলে মো. রাহিম (১৩)। সে ঘনিয়ারচর হলি চাইল্ড কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র।
নিহতের বাবা আমির হোসেন মেম্বার ও পুলিশ জানায়, পূর্ব পরিচিত নসিমনটি কাঠবোঝাই করে তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় রাহিম ও পাঁচ বছরের আরেক শিশু ফয়সাল নসিমনে উঠে পড়ে। কিছুদূর যাওয়ার পর সড়কের একটি ব্রিজ পার হতে উঠতে না পেরে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে যায়। এ সময় শিশু ফয়সাল লাফ দিয়ে অক্ষত থাকতে পারলেও রাহিম তা পারেনি, নসিমনটি তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্বজনরা রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এস আই ওয়াহেদ মুরাদ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, নিহতের মাথার বাম পাশ থেতলানো এবং বুকের হাড় ভেঙে গেছে।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান