কিশোরগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম মো. রাকিব, বয়স ২১ বছর। বুধবার দিনগত রাতে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের আখড়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রাকিবকে আটক করা হয়।
তার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রাকিব কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার কামরুজ্জামান সঞ্জুর ছেলে।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ