নেত্রকোনার কেন্দুয়ায় কুড়িয়ে পাওয়া নবজাতকটি এখন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
হাসপাতালের চিকিৎসক শিশু বিভাগের প্রধান ডা. মো. নজরুল ইসলাম ফকির জানান, অজ্ঞাত পরিচয়ের শিশুটিকে গত বৃহস্পতিবার রাতে কেন্দুয়া নির্বাহী কর্মকর্তার নির্দেশে সমাজ সেবা কর্মকর্তা হাসপাতালে পৌঁছে দেন। এরপর থেকে শিশুকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। কিন্তু ওজন কম থাকায় আরো কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর সিভিল সার্জন, পলিশ প্রশাসন, সমাজ সেবা এবং উপজেলা নির্বাহীর সমন্বয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়া বলেন, বানিয়াগাতী গ্রামের ঝোঁপের ভেতর থেকে উদ্ধার করে পুলিশের সহায়তায় শিশুটিকে রাতে সার্বিক নিরাপত্তার স্বার্থে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শিশুটির দেখাশোনার খরচ বহন এবং দ্বায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি জিডি হয়েছে। আপাতত চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সাথে বাবা মায়ের সন্ধান করা হচ্ছে। কাউকেই পাওয়া না গেলে পরবর্তীতে অন্য পদক্ষেপ নেয়া হবে।
এদিকে স্বাধীনতা মাসের প্রথম দিনে জেলার কেন্দুয়া উপজেলার বানিয়াগাতী গ্রামের রাস্তার পাশের ঝোঁপের ভেতর পাওয়া সেই নবজাতকের (ছেলে) নাম রাখা হয়েছে স্বাধীন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ এ নাম রাখেন।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৮/হিমেল