আগামী ২৯শে মার্চ ফরিদপুরের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে জেলা যুবলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার সময় বদরপুরস্থ স্থানীয় সরকার মন্ত্রীর বাড়ী চত্ত্বরে আয়োজিত এ কর্মসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
জেলা যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন, থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারন সম্পাদক সামছুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভি, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, যুবলীগ নেতা সৈয়দ সোহেল রেজা বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফকির বেলায়েত হোসেন প্রমূখ।
কর্মীসভায় বক্তারা আগামি ২৯শে মার্চ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান। কর্মিসভায় ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ছাড়াও জেলা যুবলীগ, শহর, কোতয়ালী এবং ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর