লক্ষ্মীপুরে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান চর আবাবিল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ২২ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চলে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ মিলনমেলার আয়োজন করেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম। এতে ফোরাম সভাপতি মালেক মোহাম্মদ ইসমাইল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
অন্যান্যের মধ্যে ছিলেন প্রাক্তন ছাত্র নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক মো. মনজুর হোসেন সুমন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীদুল্লাহ বিএসসি প্রমুখ।
বিডি প্রতিদিন/৩ মার্চ, ২০১৮/ফারজানা