নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা আদায় করার অভিযোগে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বারে রাসেল মিয়া (৪৫) নামে একজন ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এই ঘটনা ঘটে। আটক রাসেল নরসিংদী জেলার রায়পুরা থানার জসিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নওশেদ আলী জানান, নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে রাসেল ডনচেম্বারের আল মদিনা নামের ওষুধের দোকানে হানা দেয়। এসময় সে ড্রাগ লাইসেন্সসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ সম্পর্কে জানতে চায়। দোকানের মালিক মিজানুর রহমান মানিক উত্তর দিতে ব্যর্থ হলে তাকে ৩০ হাজার টাকা জরিমানার নাটক সাজায়। বিষয়টি দোকান মালিক ও লোকজনদের সন্দেহ হলে তাকে আটকে পুলিশের কাছে সোপর্দ করে জনতা।
বিডি প্রতিদিন/এ মজুমদার