পাবনার ঈশ্বরদী থেকে শীর্ষ সন্ত্রাসী যুবদল কর্মী মতিয়ার রহমান সজিবকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বিবিসি বাজার এলাকা থেকে দেশীয় চাপাতিসহ তাকে গ্রেফতার করা হয়।
সজিব উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের মামলায় এজাহারনামীয় আসামি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, সজিব ঈশ্বরদীর শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার এজাহার নামীয় আসামি। সম্প্রতি সে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছিল। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে পাকশি ইউনিয়নের বিবিসি বাজার থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দেশীয় চাপাতি জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন