ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে স্কুল চত্বরে আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, মোড়গ লড়াই, বল নিক্ষেপসহ বেশ কয়েকটি ইভেন্টে প্রতিযোগীতা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় জেলা শিক্ষা অফিসার ভুপেন্দ্র নাথ মুখার্জী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নলিনী মোহান্তসহ আমন্ত্রিত উপস্থিত অতিথিরা ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন