নেত্রকোনার কেন্দুয়া জাফর ইকবালের পৈত্রিক উপজেলায় নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে উপজেলাবাসী।
রবিবার বেলা ১২ টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে স্থানীয় সংগঠন চর্চা সাহিত্য আড্ডা ও উদীচী শিল্পী গোষ্ঠির নেতাকর্মীরা। এর আগে শনিবার রাত সাড়ে আটটায় নেত্রকোনা জেলা শহরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ করেছে জেলাবাসী।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সামজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদ, নেত্রকোনার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল সোহান সরকার, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুঁইয়া, কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম, চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবন, উদীচীর সভাপতি রাখাল বিশ্বাস ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
এদিকে একই দাবিতে কেন্দুয়া পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দও উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকাবালের উপর হামলার প্রতিবাদে নিজ জেলার নিজ উপজেলায় এ কর্মসূচী নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন