বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হওয়ার কয়েক ঘন্টা পর সুন্দরবনের কটকার বন্দেখালী এলাকায় জেলে বহরে হামলা করেছে জলদস্যু বাহিনী। এতে ৪ জেলে আহত হয়েছেন। কার্যত এ হামলার মাধ্যমে র্যাবকে চ্যালেঞ্জ ছুড়ে দিল সুন্দরবনের জলদস্যু বাহিনী।
আহত জেলেরা হলেন- আ. রাজ্জাক হাওলাদার, আ. কুদ্দুস, শাহজাহান ও মো. জাকারিয়া। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এলাকায়। এর মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে, আ. রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিমে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে আহত জেলেরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে সুন্দরবনের কটকার বন্দেখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জেলেরা জানান, সোমবার দুপুরের দিকে সুন্দরবন সংলগ্ন বন্দেখালী এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিল। এসময় বনে থাকা শসস্ত্র জলদস্যূ বাহিনীর ৩ সদস্য তাদের হাতের ইশারায় ডেকে জেলেদের ট্রলারে উঠে রান্না করা খাবার খেয়ে হাত বেঁধে বনের ভিতরে নিয়ে ৪ জেলেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে নির্যাতন করে। সোমবার র্যাবের বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহতদের তারা তাদের সদস্য বলে দাবি করে এবং ওই আহত জেলেদের সহযোগিতায় র্যাব ২জনকে বন্দকুযুদ্ধে মেরে ফেলে এমন অভিযোগে তাদের এলোপাতারি মারধর করে। পরে দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের বেধে নির্যাতন করে। পরে কোস্টগার্ডের টের পেয়ে দস্যুরা পালিয়ে যায়।
আহতন জেলে আ. রাজ্জাক বলেন, ওই দস্যুরা মামা-ভাগ্নে বাহিনী বলে পরিচয় দিলেও নাম ঠিকানা বলেনি এবং তাদের প্রত্যেকের হাতে দো নলা বন্দুক ছিল। কোস্টগার্ড না আসলে তাদেরকে গুলি করে মেরে ফেলতো বলেও জানায় দস্যুরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ইতিপূর্বে জলদস্যুরা মুক্তিপণের দাবিতে এ জেলেদের অপহরণ করেছিল দস্যু বাহিনী। মুক্তিপণ দিয়ে ফিরে আসলেও ওই জেলেরাই র্যাবকে সহযোগিতা করছে মর্মে মারধর করে।
কোস্টগার্ডের সুন্দরবনের কচিখালী ক্যাম্পের পেটি অফিসার মো. রুহুল আমিন বলেন, সামবার সন্ধ্যা ৭টার দিকে আমাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যায়। পরে আহত জেলেদের উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে পাঠিয়ে দেই।
এ রিপোর্ট লেখার সময় র্যাব-৮ এর বরিশাল ক্যাম্পের উইং কমান্ডার হাসান ইমন আল রাজিবের মুঠোফোনে একাধিকবার কলা করা হলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
বিডিপ্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৮/ ই জাহান