চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ৪টি ওয়ান শুটারগানসহ তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাবলাবোনার মহিবুর রহমানের ছেলে রাজু আলী (২২)।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজিতপুর গুড়িপাড়ার একটি লিচু বাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় চারটি শুটারগানসহ রাজুকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৮/হিমেল